নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য আলেম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর সৈয়দ ফজলুল করীম (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের হলরুমে এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী। বোর্ডের উপ-পরিচালক (পরীক্ষা বিভাগ) মুফতি মঈনুদ্দীন খান তানভীরের সঞ্চালনায় সভায় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা আল্লামা নুরুল হুদা ফয়েজীর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, “আল্লামা ফয়েজী তার পুরো জীবন মহান আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার মেহনতে উৎসর্গ করে গেছেন। দেশ ও বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে ইসলামী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”
বক্তারা আরও বলেন, মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আমাদের উচিত তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া। এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই আল্লামা নুরুল হুদা ফয়েজীর জীবন ও কর্ম নিয়ে বড় পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া কুতুবখালীর মুহতামিম মুফতি সাকিবুল ইসলাম কাসেমী, জামিয়া রহমানিয়া মুগদার মুহতামিম মুফতি জুবায়ের আহমদ, দারুল উলূম ঢাকার কার্যকরী মুহতামিম মুফতি আব্দুল আজিজ কাসেমী, নূরবাগ জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা সাইফুল্লাহ এবং মারকাযুল কারীমের মুহতামিম মাওলানা ইমরান হুসাইন।
এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা সহ-সভাপতি মাওলানা নিজামউদ্দীন মিছবাহ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দীন হুযাইফ, দৈনিক ওলামাকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নকী টেলিভিশনের চেয়ারম্যান কে এম মাসুদুন্নবী নুহূ, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আমীর হুসাইন জুবায়ের, মাওলানা আব্দুল্লাহ আফফান, মাওলানা আশরাফ আলী ও জনাব মেহেদী হাসান প্রমুখ।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



