গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় নিজ ঘর থেকে সাধনা মণ্ডল (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাহিলাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাধনা মণ্ডল ওই গ্রামের দিনমজুর অসীম হালদারের স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ৮টার দিকে মাহিলাড়া গ্রামে স্বামী অসীম হালদারের বসতঘরের আড়ার সঙ্গে সাধনা মণ্ডলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই সুকচান মণ্ডল বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যুর ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এদিকে গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



