দেশবাংলাদেশরাজনীতিসংগঠনসম্পাদকীয়

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন মানবাধিকার নেত্রী সেহলী পারভীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের (বিসিপিসি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন। মানবাধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, সেহলী পারভীন দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার এই মনোনয়নকে সাধুবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেহলী পারভীন বলেন, “এই মনোনয়ন আমার জন্য অত্যন্ত সম্মানের। তবে একই সঙ্গে এটি আমার দায়িত্ববোধকেও বাড়িয়ে দিয়েছে। সাংবাদিকতা হলো সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার নাম। আমার লক্ষ্য থাকবে, সাংবাদিকরা যেন তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ পান।”

এ বিষয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, “সেহলী পারভীন কেবল একজন মানবাধিকার নেত্রীই নন, তিনি একজন সাহসী ও জনদরদী সমাজসেবক। তার সততা, কর্মদক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।”

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা সেহলী পারভীনের ভূয়সী প্রশংসা করে বলেন, “তিনি সর্বদা আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে নারী অধিকার ও শিশু সুরক্ষায় তিনি যে অগ্রণী ভূমিকা পালন করছেন, তা প্রশংসার দাবিদার।”

এদিকে, সেহলী পারভীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় তার শুভানুধ্যায়ীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button