অপরাধঅব্যাবস্থাপনাআইন ও বিচারদেশপ্রশাসনবাংলাদেশমিডিয়া
সরিষাবাড়ীতে অবৈধ বালু মহলে হানা, ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর বাঁশুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা। অভিযান শেষে তিনি জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।



