নিজস্ব প্রতিবেদক: ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন জুড়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজির আহমদ খান। তিনি এর আগে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই বদলির আদেশে বর্তমান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে স্থানান্তর করা হয়েছে।
সরকারের উচ্চ পর্যায় থেকে জারি করা এই রদবদলের প্রজ্ঞাপনটি গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়। এই প্রজ্ঞাপনে শুধু চট্টগ্রাম ও সিরাজগঞ্জ নয়, দেশজুড়ে সর্বমোট আরও ২৪ জন পুলিশ সুপারকে (এসপি) বিভিন্ন জেলার দায়িত্বে বদলি করা হয়েছে। সূত্র মতে, আসন্ন নির্বাচনের পূর্বে নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বদলিগুলো লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।



