নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় সমিতির কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা (ইনডোর) ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন, “খেলাধুলা পেশাগত জীবনে মনোযোগ, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মাঝে নিয়মিত ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ মনজুর হোসেন।
এ বছরের প্রতিযোগিতায় দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর ইভেন্টে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার মাধ্যমে আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, শারীরিক ও মানসিক সুস্থতা এবং পেশাগত বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।



