চট্টগ্রামপরিবেশমানববন্ধনমিডিয়া

চসিকের নিষেধাজ্ঞা অমান্য, চলাচলের রাস্তায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক বাসা-বাড়ির সামনের চলাচলের রাস্তায় চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে রসুলবাগ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বর্জ্যের ডাস্টবিনে পরিণত করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রীন সিটি হাউজিং সোসাইটি ও স্থানীয় এলাকাবাসী ও মুসল্লি বৃন্দ।

২৬ নভেম্বর বুধবার, বিকেল চারটায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন একর্ড গ্রীন ভিলেজ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রফেসর নূরুল্লাহ, মোহাম্মদ আলম খান, ইসমাইল জসীম, নাজিমুদ্দিন, ইসমাইল ইমন, সাইফুল ইসলাম, আজিজুল হক, ছমদুল করিম ভুট্টো, সালমান ফারসি, সালাউদ্দিন চৌধুরী, চৈতি বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা, নারী ও শিশু শিক্ষার্থীরা বলেন, আমরা এই বর্জ্যের স্তূপের কারণে স্কুলে যাওয়া-আসার সময় ময়লার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছি, সেই সাথে কুকুরের উৎপাতে আতংকে আছি। আমরা সুস্থভাবে বাঁচতে চাই, আমাদের স্বাভাবিকভাবে বাঁচতে দিন। মাননীয় মেয়র ঘোষিত ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফটি সিটির বাস্তবায়ন চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button