মাদক বিরোধী অভিযানে মাদক সহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব ০৭

এম এ মান্নান : ফেনী সদর থানা এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ২৯১০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
০১। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি চট্টগ্রাম হতে ফেনী জেলার উদ্দেশ্যে মাদক বহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ চৌকস আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল ফ্লাইওভার সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের স্টার লাইন বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি সু-কৌশলে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত মোঃ হোসেন (৪৮), পিতা-মোঃ মৃত জাহা্ঙ্গীর, সাং- পূর্ব হাছনদন্ডী, থানা- চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির পেটের সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ তিয়াত্তর হাজার টাকা।
০২। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



