
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলেছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষার্থীদের ওপর এমন পুলিশি অ্যাকশন অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ চড়াও হলে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে।
বিবৃতিতে বলা হয়, দেশের সংবিধান অনুযায়ী শিক্ষার্থীদের দাবি পেশ, মতপ্রকাশ এবং সভা-সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে। পিএসসির উচিত ছিল পরীক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা। কিন্তু আলোচনার টেবিলে সমাধানের পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
জুলাইয়ের ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না। উদ্ভূত পরিস্থিতিতে শক্তি প্রয়োগ পরিহার করে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পিএসসি ও সরকারের প্রতি একটি ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি।



