চট্টগ্রামপ্রশাসনমিডিয়া

হাটহাজারীতে চট্টগ্রামের ডিসির দিনব্যাপী সফর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী এই সফরে তিনি প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে জেলা প্রশাসক হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং সদর ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখেন। এ সময় তিনি দপ্তরে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ করার আহ্বান জানান।

শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৪৮০ জন ছাত্রীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এরপর তিনি উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী তুলে দেন।

পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় তিনি ঐতিহ্যবাহী হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। কৃষিখাতের উন্নয়নে উপজেলা পরিষদ চত্বরে ৭২০ জন কৃষকের মাঝে সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় তিনি হুইলচেয়ার গ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন। এছাড়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button