চট্টগ্রামপ্রশাসনমিডিয়া

৪৭তম বি.সি.এস. লিখিত পরীক্ষার জন্য চট্টগ্রামে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৪৭তম বি.সি.এস. লিখিত পরীক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে।

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ।

এ আদেশ আগামী ২৭/১১/২০২৫ তারিখ হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button