
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে। শহরের রাজা বাজারে হলুদ-মরিচের গুঁড়ায় গো-খাদ্য, কাপড়ের রং মিশ্রণ : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান করে আল-আমিন মসলা মিল এর ৩ লাখ টাকা জরিমানা।
আজ বৃহস্পতিবার আল আমিন মসলা মিলে
হলুদ, মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার ও হলুদ, মরিচের গুঁড়ায় ধানের তুষ (রাইস ব্র্যান) মিশ্রণ করতে দেখা যায়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ‘আল-আমিন মসলা মিল’ রাজা বাজারকে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
২ বস্তা ধানের তুষ (রাইস ব্র্যান-গো খাদ্য) ৭৫ কেজি, ভেজাল মরিচ গুড়া ৩ বস্তা, ১৫০ কেজি, ভেজাল হলুদ গুড়া ৩ বস্তা, ১৫০ কেজি বিধি মোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার ও অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সদস্যবৃন্দেরা। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।



