ঢাকাদেশপরিবেশমিডিয়া

ধানমন্ডিতে ৯০০ কর্মী নিয়ে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রকোপ রোধ এবং বাসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডি এলাকায় বড় পরিসরে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই সমন্বিত কার্যক্রমে সংস্থাটির প্রায় নয় শতাধিক পরিচ্ছন্নতা ও মশক কর্মী অংশ নেন।

ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন ধানমন্ডি এলাকায় সকাল ৬টায় এই কার্যক্রম শুরু হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি।

সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানের অংশ হিসেবে এলাকার লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়। এছাড়া নাগরিকদের সচেতন করতে স্থানীয় সংগঠন ‘ধানমন্ডি সোসাইটি’ ও ‘ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতি’র সহযোগিতায় বের করা হয় জনসচেতনতামূলক র‍্যালি। এ সময় পথচারী ও এলাকাবাসীর মাঝে লিফলেটও বিতরণ করা হয়।

অভিযান চলাকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, ‘সিটি কর্পোরেশনের কাজের সঙ্গে নগরবাসীর সরাসরি সম্পৃক্ততা থাকলে প্রতিটি এলাকার নিজস্ব সমস্যা, চাহিদা ও পরামর্শ সম্পর্কে জানা সহজ হয়। এর ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে কাজগুলো অনেক বেশি ফলপ্রসূ হয়।’

একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং মশা ও দূষণমুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানান, যেন কেউ বাসা-বাড়ি, দোকান বা বিপণিবিতানের ময়লা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন।

দিনব্যাপী এই বিশেষ অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সংস্থার বিভিন্ন বিভাগীয় প্রধান এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button