অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রশাসনবাংলাদেশমিডিয়ারাজনীতি

ভাড়ায় আনা মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাড়ায় আনা একটি আস্ত মালবাহী জাহাজ আত্মসাৎ করে কেটে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শাহাদাত হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত ‘এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে’ গত ১৫ দিন ধরে জাহাজটি কাটার কার্যক্রম চলে। জাহাজটি ভাড়ায় এনে এভাবে কেটে ফেলার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, যে ডকইয়ার্ডে জাহাজটি কাটা হয়েছে, সেটির মালিক অভিযুক্ত শাহাদাত হোসেনের বাবা রফিকুল ইসলাম। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবার মালিকানাধীন শিপইয়ার্ড ব্যবহার করেই ছেলে এই অসাধু কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, মালিকপক্ষের অগোচরে জাহাজটি ভাড়ার কথা বলে এনে শিপইয়ার্ডে তোলা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button