
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শিক্ষাকেন্দ্রিক অঞ্চল চকবাজারের কলেজ রোড ও লালচাঁন্দ রোড—দুই সড়ককে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভূমিদস্যুর দখলচেষ্টা, হুমকি এবং বাজার উচ্ছেদের পাঁয়তারা বন্ধের দাবিতে শনিবার বেলা ১১টায় গুলজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদ।
ব্যবসায়ী নেতারা মানববন্ধনে অভিযোগ করেন—২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের জন্য একটি পার্কিং জোন নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু সিডিএ ২০১৩ সালে কলেজ রোড সম্প্রসারণ করার পর প্রকল্পটি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এবং পরে স্থগিত হয়ে যায়।
এরপর স্থানীয়দের চোখের সামনে ঘটে আরেক নাটকীয় পরিবর্তন। কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দেবত্ত সম্পত্তি ক্রয় করে ওই বাতিল প্রকল্পকে ব্যবহার করে ব্যক্তিগত মার্কেট নির্মাণের পরিকল্পনা নেন।
বক্তারা অভিযোগ করেন, লালচাঁন্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে শতাধিক ব্যবসায়ীকে কোনও পূর্বসতর্কতা ছাড়াই উচ্ছেদ করেন রশীদ। এখন কলেজ রোডের মোতালেব মার্কেটের ব্যবসায়ীদেরও একইভাবে উৎখাতের প্রস্তুতি চলছে।
ব্যবসায়ীরা জানান, উন্নয়ন চাই, আধুনিক মার্কেট চাই—কিন্তু ব্যবসায়ীদের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে নয়। ফেডারেশনের নেতারা বলেন—চকবাজারে বালি আর্কেডের মতো নান্দনিক মার্কেট আমরা চাই। কিন্তু উন্নয়নের নামে ব্যবসায়ীদের পথে বসানো সহ্য করা হবে না। যথেষ্ট সময় ও ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে প্রকল্প নিতে হবে।
ব্যবসায়ীদের অধিকার রক্ষার দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ রোড ও লালচাঁন্দ রোড এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন— লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, ফেডারেশনের অর্থ সম্পাদক মো. ইসমাইল, যুগ্ম সম্পাদক মো. আবদুল খালেক, হাবিবুর রহমান, মো. আহসান, মো. শাহাদাতসহ অনেকে।
বক্তারা অভিযোগের দ্রুত তদন্ত, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুরক্ষা এবং অবৈধ দখলচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



