চট্টগ্রামমিডিয়াসংগঠন

১৬তম আশেকানে মোস্তফা (দ:) কনফারেন্সে নবীপ্রেম, আত্মশুদ্ধি ও মানবসেবার মহা আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ, সুন্নাহর আলোয় আত্মশুদ্ধির প্রতিশ্রুতি—সব মিলিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা বৃহস্পতিবার পরিণত হয়েছিল এক মহাসম্মেলনের পবিত্র মিলনমেলায়। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ:) ট্রাস্ট-এর অঙ্গসংগঠন আশেকানে মোস্তফা (দ:) তরুণ পরিষদ বায়েজিদ বোস্তামী বিআরটিসি শাখার আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ,১৬তম আশেকানে মোস্তফা (দ:) কনফারেন্স। ভোর থেকেই মুসল্লী, আলেম-ওলামা, শিক্ষিত সমাজ, তরুণ-তরুণী ও সাধারণ মানুষের ঢল নামে সম্মেলনস্থলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ:) ট্রাস্ট-এর কেন্দ্রীয় সভাপতি, পীরে তরীকত,আলহাজ্ব শাহ্ ছুফি কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাসেমী (মা.জি.আ:)।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আশেকানে মোস্তফা (দ:) তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাসেমী।

নবীজীর চরিত্র হলো আলো, তাঁর সুন্নাহ হলো পথ, তাঁর জীবনই মানবতার সর্বোচ্চ প্রেরণা। যে সমাজে নবীপ্রেম জীবন্ত, সেখানে অন্যায় হারায়, অহংকার ভেঙে যায়, সমাজ দাঁড়ায় ন্যায় ও মমত্বের ওপর।

দেশবরেণ্য আলেম-ওলামা তাঁদের বয়ানে বর্তমান সমাজের নৈতিক সংকট, পারিবারিক ভাঙন, তরুণদের বিপথগামিতা ও মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন—মানবতার মুক্তি কোনো কৌশলে নয়, নবীজীর আদর্শে। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রজীবন—সবখানে সুন্নাহর অনুসরণই শান্তির একমাত্র মলম।

আজকের যুবক আগামী সমাজের নেতা। তাদের শুদ্ধ আকিদা, সুন্নতি চরিত্র ও সীরাতের আলো দিয়ে গড়ে তুলতে হবে।

বক্তারা সংগঠনের দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতিবাচক অবদান বিশেষভাবে উল্লেখ করেন। তাঁরা বলেন—
ত্রাণ ও পুনর্বাসন, এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা, দুস্থদের খাদ্য ও ওষুধসামগ্রী বিতরণ, রোগীদের চিকিৎসা সহায়তা, দুর্যোগে মানবিক পাশে দাঁড়ানো—
এসব কার্যক্রম পুরো সমাজে ইসলামের দয়া, মমতা ও মানবসেবার প্রকৃত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে।

আধ্যাত্মিক আবহে তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও বিশেষ মোনাজাত:সারাদিনব্যাপী কনফারেন্সে অনুষ্ঠিত হয়—

  • পবিত্র কুরআন তেলাওয়াত
  • হামদ-নাত
  • নাতে রাসুল (সা.) পরিবেশনা
  • ইসলামী আলোচনা
  • মানবকল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ মোনাজাত

শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিনসহ নিপীড়িত মুসলমানদের জন্য হৃদয়স্পর্শী দোয়া করা হয়। মোনাজাতে অংশগ্রহণকারীদের চোখের কোণে জমে ওঠে অশ্রু, আর বাতাসে ভেসে ওঠে হাজার মানুষের “আমিন” ধ্বনি।

আত্মশুদ্ধি, চরিত্রবান সমাজ ও মানবসেবার প্রতিশ্রুতিতে সফল সমাপ্তি,সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, বিপুল জনসমাগম, আলোকিত আলোচনা ও হৃদয়ছোঁয়া আধ্যাত্মিক পরিবেশ—সব মিলিয়ে ,১৬তম আশেকানে মোস্তফা (দ:) কনফারেন্স** এবারের আয়োজনকে পরিণত করেছে এক সফল, অর্থবহ ও সমাজজাগরণী ইসলামী মহাসভায়।

এই সম্মেলন আয়োজনকারীদের কাছে রেখে গেছে এক গভীর বার্তা—
নবীপ্রেমই মানবপ্রেম। আর মানবপ্রেমই সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button