অন্যান্যজাতীয়বাংলাদেশস্বাস্থ্য

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়াউর রহমান সমাজকল্যান ফোরামের দোয়া মাহফিল

এম এ মান্নান :অদ্য ২৯/১১/২০২৫ রবিবার বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমান সমাজকল্যান ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. রফিক শিকদার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত। তিনি গনতান্ত্রিক আন্দোলনের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলের কাছে গ্রহনযোগ্য ও অভিভাবক। ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন ইমেজ ছাত্র-জনতার লড়াইয়ে শক্তি জুগিয়েছিল। মহান রবের দরবারে আমাদের প্রার্থনা তিনি পরিপূর্ণ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে।

প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন, বেগম খালেদা জিয়া একজন গনতান্ত্রিক নেত্রী, আন্তর্জাতিক ভাবে মাদার অফ ডেমোক্রেসি, আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী। তিনি কেন আপোষহীন? স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি, আওয়ামীলীগ ও জামায়াত শপথ ও অঙ্গীকার করেছিলো এরশাদের সাথে কেউ নির্বাচনে যাবে না। যে যাবে সে জাতীয় বেঈমান। বেগম জিয়া যায়নি কিন্তু ৮৬ সালে আওয়ামিলীগ ও জামায়াত গিয়েছিল। স্বাধীনতা যুদ্ধে তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা ও দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বেগম জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিত ভাবে কারাগরে স্লো পয়োজনিংয়ের মাধ্যমে মৃত্যুর দ্বারপ্রান্তে এনেছে। কাজী মনির বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিয়সী নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ হানিফ, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন, জিসফ’র সহ-সভাপতি আনোয়ার চৌধুরী, মোঃ রিপন মিয়া, নজরুল ইসলাম, আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন, সোহেল রানা, মোঃ মিনহাজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মোঃ মনির হোসেন, মোহাম্মদ মামুন, মোঃ সুমন হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, রুবেল হোসেন, শ্যামপুর থানা জিসফ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ, কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, মিজানুর রহমান বাদশা, মতিঝিল থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হালিম সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button