
এম এ মান্নান: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিরপুরের পল্লবীতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বিএনপি নেত্রীর দ্রুত শারীরিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং পল্লবী এলাকার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।



