অপরাধআইন ও বিচারআন্তর্জাতিকমিডিয়া

কাজের প্রলোভনে প্রবাসীদের জিম্মি: সৌদি আরবে ২০ অপহরণকারীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দাম্মামে নতুন প্রবাসীদের কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর আটক হওয়া এই অপরাধীদের শিরচ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে নতুন প্রবাসীদের টার্গেট করে আসছিল। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তারা প্রবাসীদের নির্জন ভিলা বা গোপন আস্তানায় নিয়ে যেত। সেখানে জিম্মিদের কাছে থাকা রিয়াল ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হতো। এরপর তাদের নির্যাতন করে দেশে পরিবারের কাছে ফোন করিয়ে ২ লাখ থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হতো।

একাধিক অভিযোগের ভিত্তিতে সৌদি পুলিশ ও সিআইডি যৌথভাবে একটি বিশেষ গোপন অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে ভয়ংকর ওই চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে সৌদি আরবের প্রচলিত শরিয়াহ আইন অনুযায়ী আদালত তাদের সকলকেই মৃত্যুদণ্ড প্রদানের রায় ঘোষণা করে। প্রকাশ্য শিরচ্ছেদের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হবে।

নিষ্ঠুর এই চক্রটি অসংখ্য প্রবাসীকে আর্থিকভাবে নিঃস্ব করেছে এবং তাদের পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলেছিল। জনমনে আতঙ্ক সৃষ্টি করা এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায়ে স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button