
মো: রাজন পাটওয়ারী, জেলা প্রতিনিধি চাঁদপুর: চাঁদপুর জেলাজুড়ে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার আটটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়ে থানা পর্যায়ের সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত ওসিরা খুব শিগগিরই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। দায়িত্ব গ্রহণের পর তাদের নেতৃত্বে অপরাধ দমন, সেবার মান উন্নয়ন, জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক আরও সুদৃঢ় হবে—এমনটাই আশা জেলার সাধারণ মানুষের।
জানানো হয়, জেলার আট থানায় যেসব কর্মকর্তাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে—
চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ
ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন
হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান
শাহরাস্তি থানায় মো. মাইনুল ইসলাম
হাজীগঞ্জ থানায় মো. আব্দুল জব্বার
মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান
কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন
মতলব উত্তর থানায় মো. কামরুল হাসান
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদায়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।



