ইসলাম ধর্ম

‘ভুলে যাওয়া’ ও ‘অদৃশ্য ভবিষ্যৎ’: মহান আল্লাহর হিকমতপূর্ণ দুই নেয়ামত

ইসলামিক বিচিত্রা ডেস্ক: মানুষের জীবনে ‘ভুলে যাওয়া’ বা বিস্মৃতি মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অপরিসীম ও বিশেষ নেয়ামত। আপাতদৃষ্টিতে কোনো কিছু ভুলে যাওয়াকে আমরা দুর্বলতা বা নেতিবাচক মনে করলেও, গভীরভাবে চিন্তা করলে দেখা যায়—আল্লাহ যদি আমাদের এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতা না দিতেন, তবে পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ ও যন্ত্রণাদায়ক হয়ে উঠত।

জীবনের রূঢ় বাস্তবতা হলো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় অতি আপনজনকে হারাই। প্রিয় কোনো মানুষের মৃত্যুর পর প্রথম কিছুদিন আমাদের কাছে মনে হয় পৃথিবীটা যেন থমকে গেছে। চারপাশের সবকিছু বিস্বাদ, রঙহীন এবং অসহ্য মনে হয়। কিন্তু মহান আল্লাহর কুদরতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই তীব্র শোকের মাতম কমতে থাকে। হৃদয়ের ক্ষত আস্তে আস্তে শুকাতে শুরু করে এবং প্রিয়জনের স্মৃতিগুলো মনের গহিনে কিছুটা ঝাপসা হয়ে আসে।

একবার ভাবুন তো, আল্লাহ যদি এই বিস্মৃতির নেয়ামত না দিতেন, তবে আমাদের অবস্থা কী হতো? প্রিয়জন হারানোর দিন যে তীব্র হাহাকার ও কষ্ট অনুভূত হয়, পাঁচ বছর বা দশ বছর পরও যদি সেই কষ্টের তীব্রতা একই রকম থাকত, তবে কোনো মানুষের পক্ষেই স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হতো না। শোকের ভারে মানুষ হয়তো তার মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলত। তাই কষ্ট ভুলিয়ে দেওয়া আল্লাহর এক বড় করুণা।

একইভাবে, ‘ভবিষ্যৎ না জানা’ বা অদৃশ্যের জ্ঞান গোপন রাখাও মানুষের জন্য আল্লাহর এক বড় রহমত। আমরা আগামীকাল কী হবে তা জানি না বলেই নিশ্চিন্তে আজকের দিনটি কাটাতে পারি।

একটি উদাহরণ দেওয়া যাক—ধরুন, আজ রাতে কোনোভাবে আপনি জানতে পারলেন যে, আপনার আদরের ফুটফুটে সন্তানটি আগামী বছরের ঠিক আজকের দিনেই মারা যাবে। এই ভয়ংকর ভবিষ্যৎ জানার পর আপনার পক্ষে কি আর একটি মুহূর্তও স্বাভাবিক থাকা সম্ভব হবে? আজকের রাত থেকে শুরু করে আগামী এক বছর কি আপনি ঠিকমতো খেতে বা ঘুমাতে পারবেন? অবশ্যই না। ভবিষ্যৎ জানা থাকলে বর্তমানের সুখ ও প্রশান্তি চিরতরে হারিয়ে যেত।

মূলত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি ফয়সালা ও ব্যবস্থাপনাই অত্যন্ত হিকমতপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনো জ্ঞান দেন না বা ভবিষ্যতের খবর গোপন রাখেন, তা বান্দার মঙ্গলের জন্যই রাখেন। আবার তিনি যখন বান্দাকে কোনো অতীত কষ্ট বা স্মৃতি ভুলিয়ে দেন, সেটাও কেবল বান্দার মানসিক প্রশান্তি ও কল্যাণের কথা ভেবেই করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button