চাঞ্চল্যকর মোঃ বাবুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি কে গ্রেফতার করেছে র্যাব-৭,

এম এ মান্নান : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২০, তারিখঃ-১৭ সেপ্টেম্বর ২০২৪ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩০৭/৩২৬/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলার তদন্তে প্রাপ্ত প্রধান পলাতক আসামি আবুল হোসেন মহানগরীর চকবাজার থানাধীন ইমামগঞ্জস্থ সাহাবুদ্দিন সাহেব কলোনী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবুল হোসেন (৩২), পিতা- মোঃ শফিক মিয়া, সাং-পূর্ব শহীদনগর, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



