নড়াগাতীতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণ গ্রেপ্তার অভিযুক্ত নাঈম
নিজস্ব প্রতিবেদক: নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে এক গৃহবধূকে (২০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) খুলনা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. নাঈম শেখ (২৫)। তিনি নড়াগাতীর কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশাগত কারণে জাহাজে কর্মরত রয়েছেন। তিনি এক সন্তানকে নিয়ে বোয়ালচর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। এই সুযোগে গত ২ ডিসেম্বর রাতে প্রতিবেশী নাঈম শেখ ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১)। ঘটনার পরপরই অভিযুক্ত নাঈম এলাকা ছেড়ে পালিয়ে যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মামলার পর আসামি পলাতক থাকলেও পুলিশ তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানা পুলিশের সহায়তায় নগরীর মুজগুন্নি আবাসিক এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



