অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভদেশবাংলাদেশরাজনীতি

নলছিটিতে এনসিপি করায় নেতার বাড়িতে আ.লীগ ক্যাডারদের হামলা ও লুটপাট, নারীসহ আহত ৩

অপরাধ বিচিত্রা ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় এনসিপি (NCP) রাজনীতি করার জেরে দলটির এক স্থানীয় নেতার বাবার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার মোখলেস ও তার বাহিনীর নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে এনসিপি নেতা রাকিবের বাবার বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—রুমা বেগম (৪২), আহমেদ ফকির (৪৭) এবং আব্দুল মজিদ ফকির (৬০)। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবার জানায়, কামদেবপুর গ্রামে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে রাকিবের পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয় আওয়ামী লীগ ক্যাডাররা। এরই জেরে মোখলেস (৪৮) ও জুলহাস হাওলাদারের (৩৫) নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল রাকিবের বাবার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে এবং ধান, চাল, হাঁস, মুরগি, গরু ও ছাগল লুট করে নিয়ে যায়। এছাড়া স্বর্ণের চেইন, আংটি ও নগদ ১৫ হাজার টাকা লুট করার অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত হামলাকারীদের মধ্যে মোখলেস ও জুলহাস ছাড়াও চান মিয়া (২৭) ও আসাদুল (২২) এর নাম উল্লেখ করেছে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, মোখলেস বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ বিষয়ে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িটি একদম ফাঁকা এবং সেখানে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ বা মামলা হলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের পরিবারের পক্ষ থেকে নলছিটি থানায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button