সাতকানিয়া উপজেলা আ.লীগ নেতা প্রদীপ কুমার চৌধুরী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকা থেকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী (৫৭)–কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে সমন্বিত অভিযানে তাকে আটক করা হয়।
সিএমপি কমিশনারের নির্দেশনা এবং দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ওসি। বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফুল ইসলাম, এসআই আবদুল্লাহ আল নোমানসহ কোতোয়ালী থানার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেফতার প্রদীপ কুমার চৌধুরী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরের পূর্ব নাসিরাবাদের সানন্দা আবাসিক এলাকায় বসবাস করছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলা নং–০৩/৪৬৬ (তারিখ: ০৪ নভেম্বর ২০২৪)–এর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩০৭, ১১৪, ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮–এর ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ২০২৪ সালের ৪ নভেম্বর নিউমার্কেট থেকে তামাকুমন্ডী লেইন পর্যন্ত “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এ অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় প্রদীপ কুমার চৌধুরী প্রত্যক্ষভাবে অংশ নেন। ঘটনার তদন্ত এখনো চলমান।
গ্রেফতার হওয়ার পর প্রদীপ কুমার চৌধুরীকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।



