চট্টগ্রামদেশমিডিয়ারাজনীতি

আনোয়ারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেইপিজেড বিএনপি পরিবারের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর কেইপিজেড জামে মসজিদে স্থানীয় ‘বিএনপি পরিবার’-এর ব্যানারে এই ধর্মীয় সভার আয়োজন করা হয়।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়াকে ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত প্রতীক’ হিসেবে অভিহিত করেন।

বক্তারা বলেন, দেশের সাড়ে ১৭ কোটি মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি আজীবন আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এই সংকটময় মুহূর্তে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশজুড়ে মানুষ প্রার্থনা করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবারও দেশ ও গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান কায়েস, জালাল উদ্দিন, সায়েদুল হক, বদিউল আলম, আবু জাফর, এম এ আবদুর রহিম, আব্দুল কাদের, হেমায়েত উদ্দিন, আবদুর রহিম, ছিদ্দিকুর রহমান, আরিফুর রহমান, কাজী পারভেজ, নুরুল আবছার, নুর মোহাম্মদ, মামুনুর রশীদ, আহমদ নবী, নাজের, আলমগীর, জাফর, আনোয়ারুল আজিম, শাফাওয়াত, জহিরুল হক ও ওসমান।

এছাড়াও বিএনপি পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মসজিদের খতিব বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button