চট্টগ্রামে রুম বন্দকের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: ফ্ল্যাট দেওয়ার কথা বলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় রুম বন্দক ও ফ্ল্যাট বিক্রির প্রলোভন দেখিয়ে ২৫ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম মনিষা মনি। ভুক্তভোগী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বিদ্যুৎ বিভাগের কর্মচারী। এ ঘটনায় তিনি লিগ্যাল নোটিশ পাঠানোর পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩৯ নম্বর ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং এলাকার বাসিন্দা মনিষা মনি তার প্রবাসী স্বামী আ. রহিমের অনুপস্থিতিতে ভবন ভাড়া দেওয়াসহ নানা অজুহাতে মানুষের কাছ থেকে টাকা ধার নিতেন। এরই ধারাবাহিকতায় ৭টি রুম বন্দক ও ফ্ল্যাট বিক্রির কথা বলে নজরুল ইসলামের কাছ থেকে দফায় দফায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা লেনদেনের বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে একটি অঙ্গীকারনামাও করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি ফ্ল্যাট বুঝিয়ে দেননি, উল্টো টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন।
শুধু নজরুল ইসলামই নন, সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেট, বন্দরটিলা, কাঠগড় ও পতেঙ্গা এলাকার একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মনিষা আরও ২৫ থেকে ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, পাওনা টাকা চাইতে গেলে মনিষা মনি বিভিন্ন লোক দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি টাকা চাইলে নারী নির্যাতন ও ধর্ষণসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এ অবস্থায় গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে মনিষার বিরুদ্ধে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বিবাদী মনিষা মনি ও তার প্রবাসী স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যক্তিগত ঠিকানায় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মনিষা এক ইতালি প্রবাসীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন।
ভুক্তভোগীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে এবং প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



