চট্টগ্রামদেশনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম ৯ চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু সুফিয়ান

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা
চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী)—এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপির সিনিয়র নেতা ও সাবেক মেয়র প্রার্থী আবু সুফিয়ান। দলের কেন্দ্রীয় দফতর থেকে বৃহস্পতিবার দুপুরে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পরপরই কোতয়ালী রোড, বাকলিয়া থানা এলাকা,চকবাজার, দেওয়ানবাজার, নবাব সিরাজউদ্দৌলা রোডসহ পুরো এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ফুলেল শুভেচ্ছা, মিছিল ও মোটর শোডাউনে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

এ-সময় আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন,
চট্টগ্রামের মানুষ পরিবর্তন চায়। তাদের অধিকার, নিরাপত্তা ও নাগরিক মর্যাদা ফিরিয়ে দিতে আমি অঙ্গীকারবদ্ধ। এই নির্বাচন জনগণের—আমি শুধু তাদের প্রতিনিধি মাত্র।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহ্যবাহী এই আসনে সুফিয়ানের প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করবে। কোতোয়ালী এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, জনসংযোগ ও জনপ্রিয়তার কারণে তিনি বিএনপির অন্যতম ‘স্ট্রং ক্যান্ডিডেট’ হিসেবে বিবেচিত হচ্ছেন।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে দলীয় ও অদলীয় নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ ভোটার থেকে ব্যবসায়ী মহল—সবখানেই তার মনোনয়নকে ইতিবাচক সাড়া মিলেছে। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে মাঠে নেমেছেন, চালাচ্ছেন তৃণমূল গণসংযোগ, সভা ও মতবিনিময়।

স্থানীয়রা বলছেন, আবু সুফিয়ান মাঠের নেতা। মানুষের দুঃসময়–সুখে তাকে পাশে পাওয়ায় তার জনপ্রিয়তা স্থায়ী।

চট্টগ্রাম-৯ আসনে এবার লড়াই জমে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে—সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button