সালাতুত তাসবিহ: গুনাহ মাফের নামাজ ও আদায়ের সঠিক নিয়ম
ইসলাম ও জীবন ডেস্ক: ইসলামি শরিয়তে নফল ইবাদতগুলোর মধ্যে ‘সালাতুত তাসবিহ’ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। হাদিস শরীফে এই নামাজ আদায়ের মাধ্যমে জীবনের ছোট-বড়, গোপন-প্রকাশ্য সব গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে। সম্প্রতি অনেক ধর্মপ্রাণ মুসলমান এই নামাজের সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে হাদিসের আলোকে সালাতুত তাসবিহ আদায়ের বিস্তারিত নিয়ম তুলে ধরা হলো।
এই নামাজের মূল বিশেষত্ব হলো একটি নির্দিষ্ট তাসবিহ বারবার পাঠ করা। তাসবিহটি হলো:
‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) তাঁর চাচা হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে (রা.) এই নামাজ শিক্ষা দিয়েছেন। এটি চার রাকাত বিশিষ্ট নামাজ। প্রতি রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হবে। এরপর প্রতি রাকাতে ৭৫ বার করে নিম্নোক্ত ধারাবাহিকতায় তাসবিহটি পাঠ করতে হবে:
১. দাঁড়ানো অবস্থায়: প্রথম রাকাতে সানা, সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর (রুকুতে যাওয়ার আগে) দাঁড়ানো অবস্থায় তাসবিহটি ১৫ বার পড়তে হবে।
২. রুকুতে: রুকুতে গিয়ে সাধারণ তাসবিহ পড়ার পর এই তাসবিহ ১০ বার পড়তে হবে।
৩. রুকু থেকে উঠে: রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে (কওমা) ১০ বার পড়তে হবে।
৪. প্রথম সিজদায়: প্রথম সিজদায় গিয়ে সাধারণ তাসবিহ পড়ার পর ১০ বার পড়তে হবে।
৫. দুই সিজদার মাঝে: প্রথম সিজদা থেকে উঠে বসে (জলসা) ১০ বার পড়তে হবে।
৬. দ্বিতীয় সিজদায়: দ্বিতীয় সিজদায় গিয়ে ১০ বার পড়তে হবে।
৭. সিজদা থেকে উঠে: দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠিয়ে (দাঁড়ানোর আগে বসে থাকা অবস্থায়) ১০ বার পড়তে হবে।
এই হলো প্রতি রাকাতে মোট ৭৫ বার। চার রাকাতেই হুবহু এই নিয়ম অনুসরণ করতে হবে। এভাবে চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পাঠ করা হবে।
রাসুলুল্লাহ (সা.) হাদিসে উল্লেখ করেছেন, এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আগের ও পরের, নতুন ও পুরাতন, ইচ্ছাকৃত ও ভুলবশত, ছোট ও বড় এবং গোপন ও প্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন।
হাদিসে এই নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে নবীজি (সা.) বলেছেন:
- যদি সম্ভব হয়, তবে প্রতিদিন একবার এই নামাজ পড়ুন।
- যদি তা সম্ভব না হয়, তবে প্রতি জুমায় (সপ্তাহে) একবার।
- তাও না পারলে প্রতি মাসে একবার।
- তাও সম্ভব না হলে বছরে একবার।
- আর যদি তাও না পারেন, তবে অন্তত জীবনে একবার হলেও এই নামাজ আদায় করুন।
(সূত্র: সুনানে আবু দাউদ: ১২৯৭, সুনানে ইবনে মাজাহ: ১৩৮৭, সহিহ ইবনে খুজাইমা: ১২১৬, সুনানে বায়হাকি কুবরা: ৪৬৯৫)



