চট্টগ্রামদেশনির্বাচনপ্রশাসন

আসন্ন নির্বাচন ঘিরে সিএমপিতে বড় রদবদল: একদিনে ১৬ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় একযোগে ওসি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন চূড়ান্ত করা হয়। অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ হিসেবে সিএমপির মধ্যেই কর্মরত ওসিদের বদলি করা হয়েছে। এ জন্য থানার ওসিদের মধ্যে লটারি করা হয় বলেও জানা গেছে।

সর্বশেষ জারি করা আদেশে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া এবং বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। এছাড়া সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায় পাঠানো হয়েছে।

অন্যদিকে বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী এবং ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

হালিশহরের ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পাঠানো হয়েছে।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন ওসি আসছেন, তবে তার নাম এখনো ঘোষণা করা হয়নি।

সিএমপি জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এবং কর্মপরিধি সক্রিয় রাখতে এই রদবদল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button