লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের আসন্ন জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জনসভা বানচালের হুমকি, দলীয় কার্যালয়ে হামলা এবং নেতা-কর্মীদের মারধরের অভিযোগে বিএনপি ও জেএসডি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এ নিয়ে উভয় দলই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার আলেকজান্ডার বাজারে জেএসডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।
লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ৮ ডিসেম্বর জেএসডি ও গণতন্ত্র মঞ্চের যৌথ উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে আ স ম আবদুর রব ও বিশেষ অতিথি হিসেবে তানিয়া রবসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। জেএসডি নেতাদের অভিযোগ, এই শান্তিপূর্ণ কর্মসূচি ভন্ডুল করতে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বড়খেরি ইউনিয়ন জেএসডি কার্যালয়ে হামলা চালানো হয়।
জেএসডির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের নির্দেশনায় তানভির আহম্মদ জুয়েল, শিবলি নোমান, শাহ শিব্বির, ইরাজ ও হান্নানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করে এবং অফিস ভাঙচুর ও লুটপাট করে।
এছাড়া সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জনসভায় যাতে লোকসমাগম না হয় সেজন্য স্থানীয় বাস ও ট্রাক মালিকদের পরিবহন ভাড়া দিতে নিষেধ করা হচ্ছে এবং নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা প্রশাসন ও কেন্দ্রীয় নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জেএসডির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহেদী ও মীর গোলাম আজম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার, জামাল উদ্দিন মেম্বার এবং স্বেচ্ছাসেবক পরিষদ নেতা আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
এদিকে, জেএসডির সংবাদ সম্মেলনের পরপরই পাল্টা সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। তারা জেএসডির আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাখ্যান করেছে।



