তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় উর্বর ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর দোয়ালীপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় শরিফ ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফ ওই গ্রামেরই নুরুল ইসলামের ছেলে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আর কখনোই পরিবেশ বিধ্বংসী ও কৃষি জমির ক্ষতিকারক এই কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে অভিযুক্ত মাহিন্দ্র ট্রাক্টর চালক এবং জমির মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।



