মায়ানমার পাচারের পথে ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে কক্সবাজারের বাকখালী নদীর মোহনা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই আটকের ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কক্সবাজারের সদস্যরা মধ্যরাতে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালায়। এসময় শুল্ক–কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে বহন করা ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ঘটনাস্থল থেকেই পাচারে জড়িত ৮ জনকে আটক করা হয়।
জব্দ হওয়া ফিশিং বোট, সিমেন্ট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।



