
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্য মাদক বিক্রির দৃশ্য মুঠোফোনে ধারণ করার জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মো. ফয়সাল হাওলাদার ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)-এর কেন্দ্রীয় মহাসচিব। গত শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩১৮) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে জিয়ানগর এলাকার খোলামোড়া কাঁচা রাস্তা সংলগ্ন ‘আশার আলো’ স্কুলের গলির মূল সড়কে এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক ফয়সাল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় স্থানীয় চিহ্নিত মাদক কারবারি নিজাম হোসেনকে (৪২) এক রিকশাচালকের কাছে মাদক বিক্রি করতে দেখেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে নিজাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার পথ রোধ করে।
একপর্যায়ে নিজাম, তার স্ত্রী আমেনা বেগম (৩৬) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে ফয়সালের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তারা ফয়সালের ব্যবহৃত ভিভো ৭১২ মডেলের মোবাইল ফোন, ক্যামেরার স্ট্যান্ড এবং ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ মাল্টিমিডিয়ার বুম (মাইক) ছিনিয়ে নেয়। মারধরের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ফয়সাল ও তার পরিবার।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ডাবলু বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, সাংবাদিকের ওপর মাদক কারবারিদের এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক এক বিবৃতিতে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।” তিনি আরও জানান, সাংবাদিক নির্যাতন বন্ধে তাদের সংগঠন সর্বদা সোচ্চার থাকবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে সর্বাত্মক ভূমিকা পালন করবে।



