
গাইবান্ধা প্রতিনিধি: সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের লক্ষ্যে নাগরিকদের ভাবনা তুলে ধরার প্রয়াসে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটির উদ্যোগে রোববার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
সুজন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী। সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দের সঞ্চালনায় সভায় গণতন্ত্রকে শক্তিশালী করার নানা দিক ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাশ দেবু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, খলিলুর রহমান, আবু সাঈদ, আকতার হোসেন বাবু এবং মোহাম্মদ শাহ আলম। এছাড়াও আলোচনায় অংশ নেন শিরিন আকতার, রিকতু প্রসাদ, সাহেদা আকতার, বিপুল কুমার দাস ও সোমা ইসলামসহ আরও অনেকে। বক্তারা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নাগরিকদের সোচ্চার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।



