সংগঠন

বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন (বিএফএ)-এর পক্ষ থেকে প্রতিবাদলিপি

গত ০৬.১২.২০২৫ ইং রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তী মিলনায়তনে অনুষ্ঠিত বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা হয়। যেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমন মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঘটিত একটি অপ্রত্যাশিত এবং উদ্দেশ্যপ্রণোদিত ঘটনার প্রতি বিএফএ’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

অনুষ্ঠান চলাকালে আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করি গ্রীন বিক্রমপুর ফাউন্ডেশনের একজন প্রতিনিধি বিনা অনুমতিতে  মঞ্চে উঠে আসেন এবং উপস্থিত অতিথি, কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের সামনে উচ্চস্বরে বন বিভাগ ও মাঠপর্যায়ের বনকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া, গুজবনির্ভর ও তথ্যবিহীন মন্তব্য করতে থাকেন। তার এই আচরণ ছিল সম্পূর্ণরূপে প্রটোকল ভঙ্গকারী, উত্তেজনাকর এবং অনুষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খল করার সর্বোচ্চ প্রচেষ্টা। এটি কোনো আকস্মিক বা ব্যক্তিগত আবেগপ্রসূত আচরণ নয়; বরং অনুষ্ঠান চলাকালে যে সমন্বিত বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা পরিকল্পিত, এবং অতীতে বনবিভাগ; বন ও বন‍্যপ্রানীপ্রেমীদের এবং সংরক্ষণকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো কিছু বিচ্ছিন্ন লোকজনের ইন্ধনে পরিচালিত বলেই প্রতীয়মান হয় বলে ধরে নেয়া যায়।

এমন একটি সময়ে, যখন উপদেষ্টা মহোদয় বন্যপ্রাণী সংরক্ষণে তরুণদের স্বীকৃতি, নতুন ইউনিট গঠন, আধুনিক সরঞ্জাম সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করছিলেন, ঠিক তখনই এ ধরনের গুজব-ছড়ানো আচরণ ছিল রাষ্ট্রীয় সংস্থা ও সংরক্ষণ কার্যক্রমকে কলঙ্কিত করার প্রয়াস।

বন বিভাগের মাঠ পর্যায় থেকে স্পষ্ট ঘোষণা –

বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। অনুষ্ঠানের শৃঙ্খলা ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ন্যাকারজনক 

আচরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ উদ্যোগ অনুষ্ঠানের সাথে সরাসরি জড়িত সংগঠনকে নিতে হবে। যেকোনো ব্যক্তি বা সংগঠনের অপপ্রচার বন বিভাগের  সত্যনিষ্ঠ কাজ, বন্যপ্রাণী উদ্ধার, আবাসস্থল সংরক্ষণ এবং জনসচেতনতা কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না। বন বিভাগ দেশের জীববৈচিত্র্য, বন সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় মাঠপর্যায়ে কর্মরত হাজারো কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বিত প্রচেষ্টাকে সম্মান করে এবং তাদের মর্যাদা নষ্ট করার যেকোনো অপচেষ্টাকে প্রত্যাখ্যান ও নিন্দা জানায়।

আমরা পুনরায় জানাচ্ছি বন বিভাগ দায়িত্বশীল, আইনগত ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে। বন অধিদপ্তর কোন সময়ই রাজনৈতিক দলের হয়ে কাজ করে নাই। ভবিষ্যতেও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে। কোন প্রকার অপ্রত্যাশিত অযৌক্তিক শব্দের উশৃঙ্খলতা এবং বেয়াদবি বরদাস্ত করা হবে না।

বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন (বিএফএ)-এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button