অপরাধআইন ও বিচারকক্সবাজারদেশপ্রশাসনমিডিয়া

বাকখালী নদীতে কোস্টগার্ডের হানা ,মিয়ানমার পাচারের পথে ৭ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে শুল্ক-কর ফাঁকি দিয়ে বহন করা এসব মালামালের বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাকখালী নদীর তীরঘেঁষা এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের জন্য প্রস্তুতকৃত নিত্যপণ্য ও ওষুধসহ ৬ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জলপথে চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য মিয়ানমারে পাচার করার প্রস্তুতিকালে তাদের ধরা হয়।

অভিযান শেষে পাচারকাজে ব্যবহৃত বোট, উদ্ধার করা আলামত এবং আটককৃত ৬ জনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,“চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button