অপরাধআইন ও বিচারকক্সবাজারপ্রশাসন

মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১১ জেলে, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মহেশখালীর গভীর সমুদ্র এলাকায় ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া-৩ নামের একটি ফিশিং বোট ডাকাতদলের হামলার শিকার হলে জেলেদের জিম্মি করে রাখে ডাকাতরা। তারা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করে নেয়।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক ফিশিং বোট এফবি তাসমীম পরদিন সকাল ৮টায় কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সাহায্যের আবেদন করলে মহেশখালী স্টেশন থেকে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

উদ্ধার অভিযান চালিয়ে জিম্মি হওয়া ১১ জেলেকে জীবিত পাওয়া গেলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিশিং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button