অপরাধআইন ও বিচারচট্টগ্রামদেশ

আনোয়ারায় চোরের উৎপাত বৃদ্ধি, প্রাণিসম্পদ অফিসে চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর ধারাবাহিকতায় এবার চোরের দল হানা দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। রাতের আঁধারে সংঘটিত এ চুরিতে উধাও হয়েছে গুরুত্বপূর্ণ অফিস সরঞ্জামসহ নগদ অর্থ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে প্রথম চুরির ঘটনা টের পান। জানালার গ্রিল কাটা অবস্থায় ভেতরে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো এবং বিভিন্ন মালামাল নিখোঁজ দেখতে পান। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়া অফিসের ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার টাকা চুরি করা হয়েছে।

অফিস সহকারী ইয়াছিন বলেন, সকালে এসে দেখি সব ওলটপালট। গ্রিল কাটা, নথিপত্র ছড়ানো, আর অনেক সরঞ্জাম নেই।
ফিল্ড অফিসার সানি দাশ জানান, প্রতিদিন অসংখ্য পশুপালক চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নথি চুরি হওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে।

ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরি হওয়া সব সরঞ্জামের তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশকে জানানো হলে তারা তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button