ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ জনসহ গ্রেফতার ৭
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নিয়মিত মামলার এক আসামি এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছয় পলাতক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার চার্জ অফিসার রঞ্জন কুমার ঘোষের নির্দেশনায় থানা পুলিশের একাধিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সাদেক, এসআই মো. শরিফুল ও এসআই রাহিম মিয়া। তাদের সঙ্গে ছিলেন এএসআই সাহাব উদ্দিন, নাছির, সাইফুর, তোহা ও বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতদের মধ্যে ছাতক থানার নিয়মিত মামলার (মামলা নং-১৫(১২)২০২৫) আসামি হলেন নজির আলী (৭০)। তিনি ছাতক পৌরসভার বাঁশখলা দক্ষিণপাড়া এলাকার মৃত ইছাক আলীর ছেলে।
অন্যদিকে সিআর-৬৯/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ছয় আসামি হলেন—গৌছ আলী (৪৫), অলাছ মিয়া (৪০), রুমান মিয়া (২৫), সুজন মিয়া (২৯), মারজান (২৪) ও সালাম মিয়া (২৭)। তারা সবাই ছাতক উপজেলার মামদপুর (সিরাজগঞ্জ বাজার) এলাকার বাসিন্দা।
অভিযানের বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।”



