অর্থনীতিজাতীয়ব্যাংক ও বীমা

জাতীয় এসএমই মেলায় বিনিয়োগ ও প্রযুক্তিসেবা নিয়ে ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় এসএমই মেলা-২০২৫ এ অংশ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মেলায় আগত দর্শনার্থী ও উদ্যোক্তাদের সেবায় ব্যাংকটি একটি বিশেষ প্যাভিলিয়ন বা স্টল চালু করেছে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান।

সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ইনভেস্টমেন্ট উইং-এর প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাজনুজ্জামান ও মুহাম্মদ জাকির হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মেলা চলাকালীন ইসলামী ব্যাংকের এই স্টল থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের ব্যাংকের আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি এসএমই খাতে ব্যাংকের বিনিয়োগ সুবিধা ও সম্ভাবনা সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাচ্ছেন দর্শনার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button