ফেসবুকে প্রেমের ফাঁদ: বিয়ের আশ্বাসে ধর্ষণ ও ভিডিও ধারণকারী ৭২ ঘণ্টায় র্যাবের খাঁচায়
মুহাম্মদ জুবাইর: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করারও অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত মো. লোকমান হাকিমকে মামলার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
ভুক্তভোগী ওই তরুণী পেশায় একজন টেইলার্স কর্মী। তার দায়ের করা মামলার সূত্র ধরে শনিবার (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত লোকমান হাকিম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি হোটেলে তাকে ধর্ষণ করা হয় এবং গোপনে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন লোকমান। পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা দাবি করেন তিনি।
এ ঘটনায় ভিকটিম গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। মামলা দায়েরের পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব-৭। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে মূল হোতা লোকমানকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।



