অপরাধআইন ও বিচারগাইবান্ধাদেশ

গাইবান্ধায় প্রকাশ্যে কুপিয়ে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা সদরে দিনের আলোয় এক লোমহর্ষক হামলার ঘটনা ঘটেছে। রুবেল মিয়া নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শাপলা মিল এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত রুবেল সদর উপজেলার পৌর এলাকার মহুরি পাড়ার ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রুবেল তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান। সেখানেই একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। হামলাকারীরা রুবেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে, একপর্যায়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় রুবেলের বন্ধু মোশারফকেও মারধর করে জখম করা হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দিনেদুপুরে এমন বর্বরোচিত হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত রুবেলের বন্ধু মোশারফ বলেন, ‘‘বিনা কারণে আমার বন্ধুর ওপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। আমাকেও তারা আঘাত করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

ছেলের ওপর এমন হামলার বিচার চেয়ে বাবা মোকাব্বর মিয়া বলেন, ‘‘যারা আমার ছেলেকে এভাবে পঙ্গু করে দিল, তার হাতের কবজি কেটে নিল, আমি তাদের কঠিন শাস্তি দাবি করছি।’’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচ্ছিন্ন হওয়া হাতের কবজিটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button