অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রাম

চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার ‘ডন’ ডিউক অবশেষে ধরা

মুহাম্মদ জুবাইর: সল্টগোলা ক্রসিংয়ে আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউক র‌্যাবের হাতে গ্রেফতার।চট্টগ্রাম মহানগরীর বহুল আলোচিত ও নৃশংস মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। সাত বছরেরও বেশি সময় ধরে পলাতক থাকা এ আসামিকে শনিবার (৮ ডিসেম্বর) বন্দর থানাধীন বরখান পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

র‌্যাব জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি। সেদিন স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ভিকটিম মহিউদ্দিনকে লক্ষ্য করে আইনুল আলম ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আহত মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলাটি নং-২২(০৩)২০১৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে তদন্তাধীন ছিল। মামলার অন্যতম প্রধান ওয়ারেন্টভুক্ত আসামি ডিউক দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া হয়ে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, ডিউক আবারও বন্দর থানা এলাকায় অবস্থান করছে। এরপর শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে র‌্যাবের আভিযানিক দল বরখান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আইনুল আলম প্রকাশ ডিউককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, এ হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছিল। মূল আসামির গ্রেফতার হওয়ায় মামলার অগ্রগতি নতুন মোড় নেবে বলে আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button