দেশমানববন্ধনসুনামগঞ্জ

তারুণ্যের একতায় দুর্নীতির অবসান: ছাতকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ): ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া। সাংবাদিক সাকির আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আগামীর শুদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা শাখার চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ দিলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাহাঙ্গীর আলম, কাজল চন্দ্র দাস, সিমেন্ট কোম্পানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলিপ মজুমদার, বিট ফরেস্ট কর্মকর্তা বশির আহমদ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় প্রধান মর্তুজা মিয়া তালুকদার, সাংবাদিক আরিফুর রহমান মানিক, ব্যবসায়ী আব্দুর রহমান, শিক্ষার্থী শাহিন আহমদ, ঋত্বিক পাল, জামাল উদ্দিন, দীগবিজয় কর রাজু, সোহেল আহমদ প্রমুখ।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং শপথ নেন—নিজে শুদ্ধ থাকবেন এবং অন্যকে শুদ্ধতার পথে উদ্বুদ্ধ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button