নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক) ঠাকুরগাঁও এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ছিল মুখর। কর্মসূচীর শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে একটি বর্ণাঢ্য মানববন্ধন ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত প্রচারণা চালানো হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে দুর্নীতিবিরোধী একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিবেকে নাড়া দেয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হলো দেশের যুবসমাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মামুন কবীর। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজিজুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট আহসান হাবীব সরকার।



