মুহাম্মদ জুবাইর: দুর্গম পাহাড়ি জনপদ, যেখানে সড়ক যোগাযোগ প্রায় অসম্ভব—এমন এক সীমান্তঘেঁষা গ্রাম থেকে মুমূর্ষু এক নারীকে আকাশপথে উড়িয়ে এনে জীবন বাঁচাল বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার মাইনদারছড়া মুখ পাড়ায় পরিচালিত এক মানবিক অভিযানে ৬০ বছর বয়সী সিনাবি তংচংগাকে জরুরিভিত্তিতে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ওই এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করছিল সেনাবাহিনী। ক্যাম্প চলাকালে স্থানীয় জুমচাষী সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা চিকিৎসার জন্য আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি গুরুতর কিডনি ও পেটের জটিলতায় ভুগছেন। দুর্গম ওই এলাকায় তার যথাযথ চিকিৎসা সম্ভব নয় এবং দ্রুত উন্নত হাসপাতালে না নিলে তার জীবন বিপন্ন হতে পারে।

পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে কালক্ষেপণ করেনি সেনা কর্তৃপক্ষ। ডিভিশন সদর দপ্তরের তাৎক্ষণিক নির্দেশে আর্মি এভিয়েশনের একটি বিশেষ হেলিকপ্টার পাঠানো হয় ওই প্রত্যন্ত পাহাড়ে। এরপর মুমূর্ষু সিনাবি তংচংগাকে উদ্ধার করে দ্রুততম সময়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলছে। তবে এই অভিযান কেবল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ পাহাড়ি জনগণের বিরুদ্ধে নয়। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। ভীতি নয়, বরং আস্থার প্রতীক হয়ে পাহাড়ি জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী।



