
নিজস্ব প্রতিবেদক: আজ ৯ ডিসেম্বর, মঙ্গলবার, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীরা এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
সকালের আলোয় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রতীকী মানববন্ধনে দুর্নীতিবিরোধী সচেতনতার বার্তা তুলে ধরা হয়। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ‘সততা আমার শক্তি’ এমন স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন করে দৃপ্ত শপথ নেয় অংশগ্রহণকারীরা।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন,দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, ন্যায় ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত। প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে সততার যুদ্ধে নামতে হবে।
জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, তারা নিয়মিত প্রচারণা, তথ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও জোরদার করবেন। আলোচনা শেষে ‘দুর্নীতিমুক্ত সেবা অঙ্গীকার আমাদের’ শীর্ষক শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।



