চট্টগ্রাম বিভাগ

দেবীদ্বারে ৬০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক জেলহাজতে

অনুসন্ধানী প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে ৬০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় জাফরগঞ্জ ইউপিথর দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর বিষয়টি পরিবারিকভাবে গোপনীয় ভাবে সমঝোতার চেষ্টা করা হয়।

পরে ঘটনাটি জানাজানি হলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয়রা অভিযুক্ত ধর্ষক ফয়সালকে আটক করে পুলিশে খবর দিলে দেবীদ্বার থানা পুলিশ রাত ৯টার দিকে তাকে স্থানীয়দের হাতে গণপিটুনির হাত থেকে তাকে রক্ষা করে থানায় নিয়ে যায়। আটক ফয়সাল দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়ার ছেলে এবং পেশায় ট্রাকের হেলপার। ভিকটিম ৬০ বছর বয়সী এক ভিক্ষুক নারী, তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভিকটিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল জোর করে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার ভিকটিমকে নানা প্রলোভন ও চাপে ম্যানেজ করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু গ্রামে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফয়সালকে আটক করে থানায় নিয়ে এসেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। ভিকটিমের ছেলে বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছেন।’ ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button