নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, ‘‘পুলিশের আসল শক্তি হলো সাধারণ মানুষের বিশ্বাস। এই বিশ্বাস অটুট রাখতে হলে দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা অসততা বরদাস্ত করা হবে না।’’
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে পুলিশ কমিশনার বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত ধৈর্যসহকারে শোনেন। অনেকগুলো বিষয় তিনি তাৎক্ষণিকভাবে সমাধানের নির্দেশ দেন। কমিশনারের এমন আন্তরিক পদক্ষেপে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি ও কর্মস্পৃহা লক্ষ্য করা গেছে।

সভায় দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএলে (অবসরোত্তর ছুটি) যাওয়া কনস্টেবল (নং-৩২২১) সাধন কান্তি দাশকে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। কমিশনার হাসিব আজিজ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।
অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির। এছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কল্যাণ—এই তিন মন্ত্রে উজ্জীবিত হয়ে নগরবাসীকে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।



